শ্রীপুরে শিল্প-কল কারখানার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরের শিল্প-কল কারখানার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর পৌর এলাকার গ্রীণ ভিউ গলফ্ রিসোর্টে জেলা পুলিশ আয়োজিত এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীপুরের প্রায় পাঁচ শতাধিক শিল্প কারখানার মালিকগণ ও তাদের প্রতিনিধিদের নানা সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত কারখানার কর্মকর্তারা জানান, শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ করা হয় ব্যাংক হিসাব নাম্বারে। বেতন পাওয়ার পর শ্রমিকরা এটিএম কার্ডের মাধ্যমে বুথ থেকে টাকা তুলে বাড়িতে ফেরার সময় অনেক সময় ছিনতাইয়ের শিকার হন। শ্রমিকদের প্রতিনিয়তই টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে একটি চক্র। এ ছাড়া মালামাল পরিবহনে সড়ক-মহাসড়কে সবসময় যানজটের কবলে পড়ার কথা উল্লেখ করেন কর্মকর্তারা। আঞ্চলিক সড়ক ও মহাসড়কের মতো জায়গায় যানজটের জন্য তাকওয়া পরিবহন' নামের একটি কোম্পানিকে দায়ি করেন তারা। এছাড়াও বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করে, কারখানা কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় চান। কর্তৃপক্ষ পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার ব্যবহারের জন্য গাড়ি রিকুইজেশন করার ক্ষেত্রে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা শিল্পকারখানার গাড়িগুলোকে স্বল্প আকারে রিকুইজেশনের আওতায় আনার অনুরোধ করেন। এছাড়াও পুলিশি কাজে সরকারী গাড়ির পাশাপাশি শিল্প মালিকদের কাছ থেকে গাড়ি অনুদান নেয়ার প্রস্তাব দেন বেশ কয়েকজন কর্মকর্তা। মত বিনিময় সভায় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকওয়া পরিবহনের অনিয়ম সম্পর্কে আলোচনা হয়েছে। তাদের ৭দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সব অনিয়ম ঠিক করার জন্য তাদের বলা হয়েছে। না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা বিধানে পুলিশ আরো সচেতন হবে। মাঠে বাড়ানো হবে টহল। তা ছাড়া কারখানার শ্রমিকদের বেতনের পর যতটা সম্ভব দলবদ্ধ হয়ে বাড়ি ফেরার পরামর্শ দেন তিনি। গাড়ি রিকুইজেশন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি পুলিশ বিবেচনায় রেখে কাজ চালাবে। তা ছাড়া মালামাল পরিবহনে কিংবা ঝুট ব্যবসায় কোনো চাঁদাবাজি হলে সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ করেন। এ ধরনের ঘটনা ঘটলে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।